1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

৮০ বছরের বৃদ্ধা বিলকিসের সন্দান চায় তর পরিবার।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা বিলকিস গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেজে নিখোঁজ রয়েছেন।
সন্ধান চেয়ে তার ছেলে মো. আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার (১৪ এপ্রিল) সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং ৮০৩।
কেউ নিখোঁজ বিলকিসের সন্ধান পেলে তার ছেলে মো. আবু তাহের-০১৭৫৩১০১৩০৫, নাতী মো. জুয়েল-০১৯৩১১১৯২৬৯ এবং জুলহাস-০১৮৬০৬৯৭৪৭১ মোবাইল নম্বর সমূহে অথবা সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ বিলকিস ওয়াদ আলী মোল্লিক, রাবেয়া আক্তারের মেয়ে এবং শেরাজুল হকের স্ত্রী। তিনি মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ এবং পেশায় গৃহিণী। তার শারীরিক গড়ন- চুল সাদাপাকা, গায়ের রঙ ফর্সা, লম্বায় ৪ ফুট ১ ইঞ্চি, ওজন ৩৫ কেজি। হারানোর সময় তার পড়নে গলায় খয়েরি রঙের ওড়না, শরীরে খয়েরি রঙের কামিজ ও সবুজ রঙের সালোয়ার, পায়ে নীল রঙের স্যান্ডেল ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট