1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

উপজেলা নির্বাচনে বিএনপির নাম ভাঙ্গিয়ে ভোট চাইলে থুতু দিবেন টিপু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,আমরা সবাই প্রস্তুত আছি। এই হাসিনা সরকার দেশে দুর্ভিক্ষ করে, গণতন্ত্র হত্যা করে, সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন করে, ডামি নির্বাচন করে পাড় পাবে না। ইনশাআল্লাহ আগামী ঈদের পর, তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ শেখ হাসিনার পতন ঘটাবো। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই সরকারকে হটাবো।

বৃহস্পতিবার (২১ মার্চ) বন্দর হাজরাদী এলাকায় বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ বিএনপি উদ্দ্যেগে এক মিলাদ ও ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।

এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমান এই সরকারের আমলে কোন ডামি নির্বাচনে যাবে না। গত ৭জানুয়ারি নির্বাচনে যাইনি, উপজেলার নির্বাচনকে বয়কট করেছে। আপনারা ভোট দিতে যাবেন না। যদি উপজেলা নির্বাচনে কোন নেতা বিএনপি নাম ভাঙ্গিয়ে ভোট চায়, তাদের ধিক্কার দিবেন, থুথু দিবেন। তারা উপজেলা নির্বাচনে ২বার চেয়ারম্যান ছিলো, কোন নেতাকর্মীদে প্রতিষ্ঠিত করে নাই। আমাদের নেতা যে নির্দেশ দিবে আমরা সেই কাজ করবো।

মিলাদ ও ইফতার মাহফিলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডঃ সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডঃ আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট