1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

আবু নাসিরের কবিতা —— শপথ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

শপথ।
–আবু নাসির

আমি নরকের আগুনে বসবাস করেও
হাসি তৃপ্তির হাসি
তোমার দেয়া আঘাত সয়েও
তোমায় ভালোবাসি।।

কাঁটার আঘাত সয়েও আমি
ফুলের যত্ন করি
তুমি চাইলে তাই তো আমি
আবার এলাম ফিরি।।

আঘাতের পর আঘাত সয়েও
অশ্রু করি সম্বরণ
আজকে আমি সর্বহারা
দিয়ে তুমি করলে হরণ।।

করুণার চেয়ে প্রেম উত্তম
তাই যাচি না করুণা
সুখের ঘরে দিয়েছো দূয়ার
ভেবেছো করবো কান্না!!

কান্না হাসির খেলা চুকিয়ে
জ্বালবো এবার আগুন
চৈত্রের ক্ষরায় লাত্থি মেরে
ছিনিয়ে আনবো ফাগুন।।

কতো কাল আর চুপ থাকবো
চুপ থাকার সময় শেষ
শির উঁচু করে দাঁড়াবো আবার
ফিরাবো সুস্থ পরিবেশ।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট