শপথ।
--আবু নাসির
আমি নরকের আগুনে বসবাস করেও
হাসি তৃপ্তির হাসি
তোমার দেয়া আঘাত সয়েও
তোমায় ভালোবাসি।।
কাঁটার আঘাত সয়েও আমি
ফুলের যত্ন করি
তুমি চাইলে তাই তো আমি
আবার এলাম ফিরি।।
আঘাতের পর আঘাত সয়েও
অশ্রু করি সম্বরণ
আজকে আমি সর্বহারা
দিয়ে তুমি করলে হরণ।।
করুণার চেয়ে প্রেম উত্তম
তাই যাচি না করুণা
সুখের ঘরে দিয়েছো দূয়ার
ভেবেছো করবো কান্না!!
কান্না হাসির খেলা চুকিয়ে
জ্বালবো এবার আগুন
চৈত্রের ক্ষরায় লাত্থি মেরে
ছিনিয়ে আনবো ফাগুন।।
কতো কাল আর চুপ থাকবো
চুপ থাকার সময় শেষ
শির উঁচু করে দাঁড়াবো আবার
ফিরাবো সুস্থ পরিবেশ।।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত