1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

বন্দরে বিভিন্ন অপরাধে আটক-৭-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ৭ জনের মধ্যে ধৃত শাহাদাত হোসেনকে সিআর মামলার ওয়ারেন্টে ও অপর আটককৃত ৬ জনকে পুলিশ আইনের ১৫১ ধারায় শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। ধৃত ওয়ারেন্টভূক্ত আসামী শাহাদাত হোসেন (৪০) বন্দর উপজেলার আলীনগর এলাকার মৃত মুনছুর আলী ছেলে। অপর আটককৃতরা হলো বন্দর থানার চাপাতলী এলাকার মৃত আছান উল্ল্যাহ মিয়ার ছেলে ফারুক (৩৫) নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার সুলতান মিয়ার ছেলে জনি (৩০) একই এলাকার হযরত আলী মিয়ার ছেলে শহর আলী (৩০) একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩০) একই এলাকার আশরাফ উদ্দিন মিয়ার ছেলে হিমেল (২৮) ও ফালান মিয়ার ছেলে লিটন (৪৫)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট