1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান

ঘোড়াঘাটে শিকারে গিয়ে পানিতে ডুবে কিশোর নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বন্যার পানিতে সাঁতরে পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৬) নামে এক আদিবাসী কিশোর নিখোঁজ হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার অপেক্ষায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ স্বাধীন বাস্কে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের সোমায় বাস্কের ছেলে। সে বিন্যাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে গ্রামটির উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর আশপাশের আবাদি জমি এবং নিচু জায়গা পানিতে ডুবে গেছে। সেই পানিতে সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে স্বাধীন বাস্কে। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
নিখোঁজ স্বাধীনের বড় ভাই মন্টু বাস্কে জানান, ‘সকালে তাদের গ্রামের ১0-১৫ জন একসাথে ইঁদুর ও শিয়াল শিকার করতে গিয়েছিল। এদের মধ্যে স্বাধীনসহ আরো দুজন পানিতে সাঁতরে পাশের গ্রামে যাচ্ছিল। এসময় দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও, ডুবে যায় স্বাধীন। তাদের বাকি সাথীরা তখন রাস্তার উপরে ছিলেন।’
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘রংপুরে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তারা নীলফামারীতে আরেকটি উদ্ধার অভিযানে কাজ করছিল। সেখান থেকে তারা বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাটে এসে নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। আমাদের স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এক দফায় উদ্ধার অভিযান চালিয়েছে। তবে সন্ধান মেলেনি। উদ্ধার ্অভিযান চলছে। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে আছে। নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট