
বন্দর প্রতিনিধিঃ বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ২ সহোদরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনারবাড়ী এলাকার আলী হোসেন মিয়ার দুই ছেলে বন্দর থানার দায়েরকৃত ১২(৯)১১ ও ৩২(১)২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (৩৫) ও তার ছোট ভাইআসলাম (৩২) বন্দর উপজেলার ফুলহর এলাকার জজ মিয়া ওরফে জয় মিয়ার ছেলে সোনারগাঁ থানার ২৫(৬)২০ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (২৩)। গ্রেফতারকৃতদের সোমবার (২১ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২০ আগস্ট) রাতে বন্দর উপজেলার মনারবাড়ী ও ফুলহর এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও এসআই সাইফুল আলম পাটোয়ারী এবং এএসআই জিয়া ও এএসআই লাভলুসহ সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।