1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোকা’র জানাজা ও দাফন সম্পন্ন, জেলা বিএনপির শোক-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামসুজ্জামান চৌধুরী খোকা’র জানাজা ও দাফন্ন সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ জুন-২০২৩) বাদ আসর দিনাজপুর ইনস্টিটিউট মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বালুবাড়ীস্থ মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাঁর লাশ শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাজার নামাজে ইমামতি করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। জানাযার নামাজে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপৃুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জেল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইউদ্দিন মন্ডল বকুলসহ পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মী, কোতোয়ালি বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ কোতয়ালী বিএনপির অন্যান্য নেতাকর্মী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, আইনজীবী ফোরামসহ বিএনপির দিনাজপুর জেলার ২২টি ইউনিটের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, এডভোকেট মোঃ আলমসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।এদিকে শামসুজ্জামান চৌধুরীর প্রকার মৃত্যুর খবর পেয়ে চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বিরামপুরে একটি অনুষ্ঠানে শেষে তাঁকে দেখতে দলীয় কার্যালয়ে ছুটে আসেন ও পরিবারের লোকদের এবং দলীয় নেতাকর্মীদের শান্তনা দেন।
উল্লেখ্য, শনিবার (৮ জুন-২০২৩) সকাল সাড়ে ১০টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সামসুজ্জামান চৌধুরী খোকা ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
দিনাজপুর জেলা বিএনপির শোক
সামসুজ্জামান চৌধুরী খোকা’র মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট