গুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়।
ঈদ হাসতে সিখায় ভাল বাসতে সিখায় ত্যাগের মহিমা সিখায়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যুগের নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিক,লেখক,পাঠক সহ দেশ-বিদেশের সকল কে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুগের নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর কবির।
এক শুভেচ্ছা বাতায় তিনি জানান ‘পবিত্র ঈদুল আয্হায় পশু কোবানির মধ্য দিয়ে মনের পশুকে কোরবানি দিয়ে সমাজ থেকে সকল অপরাধ পরিহার করে অপরাধ মুক্ত সমাজ গড়ে সুন্দর আগামির পথ সুগম করি। আসুন সবাই মিলে মিশে ঈদ উদযাপন করি এবং কাধে কাধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।