1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

দিনাজপুরে গণতন্ত্র মঞ্চের জনসভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে গণতন্ত্র মঞ্চের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-দিনাজপুর রোডমার্চের অংশ হিসেবে ১৪ দফা দাবিতে দিনাজপুরে এই জনসভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ দিনাজপুর জেলা কমিটি। ১৪ দফা দাবির মধ্যে উল্লেখখযোগ্য দফাগুলো হলো-সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার।
বুধবার (৭ জুন-২০২৩) সকালে স্থানীয় লোকভবন মাঠে অনুষ্ঠিত নাগরিক ঐক্য দিনাজপুর জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়োরী।
নাগরিক ঐক্যের দিনাজপুর জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ এমদাদুল হকের সভাতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির নেতা আবু হাসান টিপু’র সঞ্চালনায় জনসভায় জেলা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. গোলাম রব্বানী, নাগরিক ঐক্য জেলা কমিটির নেতা শরাফত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে মানুষ আজ ভয়াবহ অবস্থায় আছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশকে বিপর্যয়ের মধ্যে এই ঠেলে দিয়েছে। নাগরিকদের জীবন দর্বিসহ অবস্থায় ফেলে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্বিত্ব, সার্বভৌমত্ত হুমকির মধ্যে পরবে। এই দেশের মর্যাদা নানাভাবে বিপর্যয়ের মধ্যে পরবে। আওয়ামীলীগ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। জোনায়েদ সাকি বলেন, দেশের শান্তি চাইলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জোনায়েদ সাকি বলেন, অচিরেই বিএনপিসহ দেশপ্রেমিক দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আ›েুদালনের কর্মসূচী ঘোষণা করা হবে।
সমাপনী বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার ঘরে ঘরে বিদ্যুতের পরিবর্তে ঘরে ঘরে লোডশেডিং দিয়েছে। তিনি বলেন, যারা বিদ্যুৎ দিতে পারে না তারা দেশের উন্নয়ন করবে কিভাবে? তিনি বরেন, বর্তমানে দেশে চার থেকে সাড়ে কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। দেশের মানুষ ২০১৪ সালের মত তামাশার নির্বাচন আর সহ্য করবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট