
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক রায়হান কবির।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পিআইবির সহকারী সম্পাদক শাহেলা আক্তার, বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ ও স্বাধীন মিডিয়ার সম্পাদক শারমীন রিনভী।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের। সিস্টেমের ত্রুটি ও ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন।”
আবু সাউদ মাসুদ বলেন, “আমরা কেউ দালাল হয়েছি, কেউ দৌড়ের উপর রয়েছি। এটাকে কোনো সাংবাদিকতা বলে না। গত ৫৪ বছর আমাদের দেশটা অনেক পিছিয়ে পড়েছে। এখন একটা সুযোগ এসেছে। এ সুযোগটা আমাদের সাংবাদপত্রকর্মীরা কাজে লাগাতে পারি তাহলে এ জাতিটা ফিরে উঠতে পারবে। অন্যথায় বঙ্গোপসাগরে তলিয়ে যাবে এটা নিশ্চিত।”
রফিউর রাব্বি বলেন, “সমাজ বিনির্মাণে সংবাদপত্র একটি পিলার হিসেবে কাজ করে। এবং সাংবাদিকরা সেই পিলারের গুরুত্বপূর্ণ শক্তি। দুই হাজার শিশু-কিশোর, ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার আমাদের দেশে শাসনকার্য পরিচালনা করছে। এই রক্তদান, আত্মদানের একটি লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন রয়েছে। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর নতুন একটি অধ্যায় সূচনা করা। জনস্বার্থে ও দেশের ভবিষ্যতের লক্ষে গণভোট খুবই গুরুত্বপূর্ণ। শহীদের স্বপ্ন বাস্তাবায়নে আমরা হ্যাঁ ভোট দিবো। নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ঘটে যাওয়া বিষয়গুলোর চিত্র তুলে ধরা।”
এর আগে রবিবার (১১ জানুয়ারি) সকালে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। একটি ভুল তথ্য বা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের সংকট তৈরি করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচন সংকট দীর্ঘায়িত হলে দেশ অন্তত পঞ্চাশ বছর পিছিয়ে যাবে।“
‘জুলাই যোদ্ধাদের দেওয়া শ্বাসে আমরা আজ নিঃশ্বাস নিচ্ছি। তাদের এই ত্যাগের ঋণ শোধ করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে“, যোগ করেন তিনি।