1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান বিহীন কাসেমীকে লড়তে হবে নিজ দলের প্রার্থীদের সাথে! বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮

বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত অন্তত আটজন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।

​দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদাউস (৩৫)। অন্য একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ জানান, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানার বয়লার কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যায়। এতে কর্মরত শ্রমিকরা দগ্ধ হওয়ার পাশাপাশি ভাঙা কাঁচের আঘাতেও জখম হন। তবে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত (আউট অব ডেঞ্জার) রয়েছেন।

​জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান রাত ১০টার দিকে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

​কারখানা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বয়লার বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট