1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “ধানের শীষের আরেক শাঁস, তার নাম খেজুর গাছ। আমরা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে চাই না।”

তিনি বলেন, “আমি মনে করি দেওভোগবাসী আপনারা আমাকে যেভাবে ব্যবহার করতে চান, সেই সিদ্ধান্তের ওপরই পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের ওঠানামা করবে। সবার ভাগ্য নির্ধারিত হবে আপনাদের হাতেই। ধানের শীষ তথা খেজুর গাছের মান-সম্মান আপনাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর ছেড়ে দিয়ে গেলাম।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফতুল্লার নাগবাড়ীর একটি কমিউনিটি সেন্টারে কাশীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মনির হোসাইন কাসেমী বলেন, “আমি আপনাদেরই সন্তান, এই মাটির সন্তান। দেওভোগ মাদ্রাসার নাম শুনলেই আমার বুকের ভেতর চিনচিন করে ওঠে। কোনো সুযোগ না পাওয়ায় এই মাদ্রাসা কিংবা এলাকার জন্য কিছু করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে যেহেতু দুইবার সুযোগ দিয়েছেন, এটি আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ২০১৮ সালে পরিবেশ অনুকূলে ছিল না, তাই পারিনি। কিন্তু এখন পরিবেশ আছে। এই নেয়ামতের সঠিক ব্যবহার আপনাদের হাতেই।”

কাশীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শফিউদ্দিন খোকন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, বিএনপি নেতা ফরিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট