1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে তার অনুসারী নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গিয়াসউদ্দিন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণামূলক সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এ আসনের একটি আলোচিত রাজনৈতিক নাম। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন তিনি।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ ছাড়াও তাকে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রচারণা চালিয়েছিলেন তিনি।

মনোনয়ন না পেলেও গিয়াসউদ্দিনের প্রতি স্থানীয় বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর সমর্থন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমীকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট