
যুগের নারায়ণগঞ্জ:
দেশ গঠনের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানের পূর্বে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ও মিছিলের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করেন সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণের জন্য রওনা হওয়ার আগে তিনি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনকে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করার দায়িত্ব দেন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে প্রতিবাদ সভা ও মিছিলে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের গুলিতে আহত করার নৃশংস ও বর্বর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে আমলাপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও জনগণের অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে এই সহিংস রাজনীতি বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তারা।