
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর দারোয়ান হত্যাকাণ্ডে শহরের খানপুর এলাকার জোড়া টাংকির ভেতরে গড়ে ওঠা কথিত টর্চার সেলের সঙ্গে যুবদল নেতার নাম জড়ানোয় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
নিহত হানিফ (৩৫) নামের এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোরগ্যাং লিডার অভি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, এই টর্চার সেলটি পরিচালিত হচ্ছিল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদের নিয়ন্ত্রণে।
ঘটনাটি ঘটে গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনস্থ সংরক্ষিত এলাকা — ওয়াসার জোড়া পানির টাংকির বাউন্ডারির ভিতরে। সেখানে হানিফকে ধর্ষণের মিথ্যা অভিযোগে তুলে এনে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ
হানিফের বোন জয়নাব ওরফে রাবেয়া জানান,
“আমার ভাই খানপুরের ইতু ভিলায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো। সোমবার দুপুরে অভি ও আরও কয়েকজন বাসায় ঢুকে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয় এবং দেয়ালে মাথা ঠুকিয়ে দেয়। পরে তাকে টেনে নিয়ে যায় ট্যাংকির ভেতরে। সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। অথচ যেই মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সে এখন সুস্থ ও স্বাভাবিক।”
তিনি আরও জানান, “আমাদেরকেও ঘটনাস্থলে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। আমার স্বামীর লুঙ্গি টেনে খুলে ফেলার চেষ্টা করে অভি। পরে জানতে পারি, আমার ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।”
নিহতের তিনটি ছোট সন্তান রয়েছে — বড়জনের বয়স ছয় বছর, মেঝ সন্তানের আড়াই বছর ও ছোট সন্তানের বয়স মাত্র ছয় মাস।
অভিযোগের পেছনে টর্চার সেলের রহস্য
খানপুর এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের জোড়া টাংকির ভেতরে দীর্ঘদিন ধরে “টর্চার সেল” নামে পরিচিত একটি গোপন আস্তানা গড়ে উঠেছিল। সেখানে কিশোরগ্যাং সদস্যদের মাধ্যমে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে তুলে এনে নির্যাতন করা হতো। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে যুবদল নেতা শাহেদ আহম্মেদের ঘনিষ্ঠ সহযোগী অভি সরাসরি সম্পৃক্ত ছিল।
এলাকাবাসী জানায়, শাহেদের অনুমতিতেই এই এলাকায় ‘আমাদের নারায়ণগঞ্জ’ নামে একটি সংগঠনের অফিস খোলা হয়, যা পরে কিশোরগ্যাং সদস্যদের আড্ডাস্থলে পরিণত হয়। বাউন্ডারির ভেতরে ও বাইরে নিয়মিত মাদক সেবন, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম চললেও কেউ মুখ খুলতে সাহস পায়নি।
সিটি কর্পোরেশনের লিজ নিয়েও প্রশ্ন
খানপুরের ওয়াসার সংরক্ষিত এই এলাকাটি আগে ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে ছিল, যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারতো না। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে আসার পর জায়গাটি লিজ নিয়ে নিয়েছেন যুবদল নেতা শাহেদ আহম্মেদ—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে সেখানে ফুড কার্ট ও ইনডোর ব্যবসা চালু রয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, সংরক্ষিত সরকারি সম্পত্তি কীভাবে বেসরকারি লিজে গেল—তা নিয়ে এখনো কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, “ধর্ষণের অভিযোগ তুলে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিজেকে নির্দোষ দাবি করে শাহেদের বিবৃতি
এদিকে বুধবার (২২ অক্টোবর) যুবদল নেতা শাহেদ আহম্মেদ এক বিবৃতিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমার নামে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে অনুরোধ, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
ভয় ও নীরবতা
এলাকাবাসী বলছে, শাহেদের প্রভাবশালী অবস্থান ও বিশাল বাহিনীর কারণে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। তবে হানিফ হত্যাকাণ্ডের পর ঘটনাটি এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।