1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে শ্যুটার রিয়াজের ৫ ক্যাডার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ ৫ ‘শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রমজান মোল্লা (৩৫), মো. সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত উপজেলার মুড়াপাড়া এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার পাঁচজন মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ এবং সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া শ্যুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়েছিল।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, বিস্ফোরক, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়।
আসামিদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শ্যুটার রিয়াজ বাহিনীর গ্রেপ্তারকৃত সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছিল তারা। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট