1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে উকিল বাড়ী খাল দখলমুক্তে পৌর প্রশাসনের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের কাঞ্চনে উকিল বাড়ী খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কাঞ্চন পৌর প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পৌরসভার ঐতিহ্যবাহী খালের দুই কিলোমিটার এলাকায় বালু ভরাট করে নির্মিত অবৈধ ঘরবাড়ি, দোকানপাট ও শিল্পকারখানা ভেঙে ফেলা হয়। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে প্রভাবশালী মহল খালটি দখল করে রেখেছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।

পৌর প্রশাসক তারিকুল ইসলাম বলেন, স্থানীয়দের আবেদনের পর দখলদারদের নোটিশ প্রদান করা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাল দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে খাল খননের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

অভিযানে কাঞ্চন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট