1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

সেই ভাইরাল শাকিলার পরকীয়ার বলি স্বামী আলমগীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের নীলা মার্কেটের সেই ভাইরাল হওয়া হাঁসের মাংস বিক্রেতা সেই শাকিলার পরকিয়ার বলি হয়েছেন আলমগীর হোসেন।

স্ত্রী শাকিলার পরকীয়ার প্রমাণ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মারধরের শিকার হন এক স্বামী আলমগীর।

পরবর্তীতে অভিমানে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে শাকিলার পরিবার থেকে দাবী করা হলেও নিহত আলমগীর হোসেনের বোন দাবী করেন শাকিলার পরকীয়া প্রেমিক দিপু, ও শাকিলাসহ তার ভাইয়েরা মিলিত হয়ে মারপিট করে আলমগীর হোসেনের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে।

রবিবার ৩১ আগষ্ট রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিটের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে পাঁচ বছরপূর্বে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় শাকিলার। তবে বিয়ের পর থেকেই নানা অজুহাতে শাকিলা তার ভাইদের দিয়ে আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বিয়ের পর শাকিলা স্থানীয় দিপু নামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলার পরকিয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহ চরমে পর্যায়ে ধারণ করে।

গত রবিবার সকালে আলমগীর তার স্ত্রী শাকিলাকে এ বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে শাকিলা ও তার ভাই শাকিল ও শাকিবকে ডেকে স্বামীকে মারধর করেন।

এক পর্যায়ে আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলেন তারা।

এ ঘটনায় আলমগীর তার স্ত্রীকে মারধর করলে পরকীয়া প্রেমিক দিপুসহ শাকিলা ও তার ভাইয়েরা মিলিত হয়ে আলমগীর কে মারধর করে মুখে কীটনাশক ঢেলে দেয়। এ অবস্থায় মুমূর্ষু আলমগীর কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ি বুরুলিয়ায় দাফন করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট