1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ: গ্রেফতারকৃতরা ২ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃতরা হলেন—সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে গোলজার হোসেন (৩৯) এবং মো. মোসলে উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৩২)। রোববার (৩১ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই জানায়, গত ২৭ আগস্ট (বুধবার) দুপুরে বন্দর থানার কুড়িঁপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে ওঠে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরদিন ২৮ আগস্ট সকালে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে হাবিবুর (২৮)। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে পিবিআই। পরে ৩০ আগস্ট রাত ৮টার দিকে কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নিহত হাবিবুর গত ২৫ আগস্ট রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার হত্যার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট