1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিস্যু বিক্রেতা বেলাল হোসেন হত্যা মামলার রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মানিক মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার পরপরই বুধবার (২৭ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. নাদির ওরফে নাছির (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামি মোশারফ হোসেন (২৫) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে সানারপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন টিস্যু বিক্রেতা বেলাল হোসেন। এ সময় টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন তিনি। তখন ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভগ্নিপতি মো. কাজী জাহিদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট