1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

সিটি করপোরেশন বাজেট থাকার পরেও মশক নিধন করছে না : এটিএম কামাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, ‘নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজার এলাকায় অসংখ্য রোগী। কেউ চিকনগুনিয়া, কেউ ডেঙ্গু বা ভাইরাস জ্বরে আক্রান্ত। এর মাঝে এটি দুঃখজনক যে, অনেক প্রাণ এই জ্বরে ঝরে গেছে। এই জ্বরের মহামারির জন্য যেটি দায়ী সেটি হলো মশা। মশার মাধ্যমে এগুলো প্রতিটি ঘরে ঘরে বিস্তার করছে। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন এ শহরে মশক নিধন কর্মসূচি আমাদের চোখে পড়েনি।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে পরিবেশবাদী মানবিক সংগঠন ‘নির্ভিক’-এর আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহরের দেওভোগ এলাকায়।

তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে মশক নিধনের কোন বাজেট নেই। এটি অত্যন্ত দুঃখজনক। সিটি করপোরেশনের বাজেট থাকার পরেও তারা মশক নিধন করছে না। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা আবেদন জানাবো সিটি করপোরেশন যেন মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায়। এগুলো মশার উপদ্রব বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি বলেন, আমাদের ড্রেনগুলো সচল না। নারায়ণগঞ্জের বদ্ধ ড্রেন এবং ড্রেন সংস্কারের কাজ যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমি অনুরোধ করবো ড্রেনগুলো পরিচ্ছন্ন করুন ও মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করুন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী, মো. তৌহিদ পারভেজ সাগর প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট