1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

হোসিয়ারি শ্রমিক ফারুক হত্যা:কিশোর গ্যাংয়ের ৫ কিলার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে কিশোরদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হোসিয়ারি শ্রমিক ফারুক নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৭ মে) দুপুরে র‍্যাব-১১’র প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার মৃত মকবুলের ছেলে রবিউল আউয়াল (১৬), শাহ আলমের ছেলে মুহাম্মদ রিফাত (১৬), গোদনাইল চৌধুরীবাড়ী এলাকার আল আমিনের ছেলে মো. তামীম (১৬), একই এলাকার মৃত সাধুল্লার ছেলে সাদ্দাম (২১), এবং চৌধুরীবাড়ী বৌবাজার এলাকার মাসুদ রানার ছেলে শান্ত (১৭)।

র‍্যাব জানায়, নিহত ফারুক স্থানীয় একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে গ্রেপ্তারকৃত আসামি আনাসের সাথে ফারুকের ছোট ভাই-বড় ভাই নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এরপর প্রায় সময়ই আনাস ও তার সহযোগীরা ফারুককে হুমকি-ধমকি দিত। গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে গ্রেপ্তার আসামি আনাসসহ আরও ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র, যেমন ধারালো চাপাতি, ছুরি, লাঠি-সোটা নিয়ে রাস্তায় ওঁত পেতে থাকে।

ফারুক তার কর্মস্থল থেকে নিজের বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্রই তার গতিরোধ করা হয় এবং ধাক্কা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ফারুক মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে, আর তখনই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও রয়েছে।

এরপর স্থানীয় লোকজন ফারুককে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২৮ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টাকার অভাবে সামান্য চিকিৎসা নিয়ে ৩০ ডিসেম্বর ফারুক ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসে। এ ঘটনায় ফারুকের পক্ষ থেকে একটি মামলা করা হয়। বাড়িতে আসার পর ফারুকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলা রুজু হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‍্যাব-১১ এবং সিদ্ধিরগঞ্জ থানার একটি যৌথ দল গত সোমবার (২৬ মে) দিবাগত রাত এবং মঙ্গলবার (২৭ মে) ভোর রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার আরামবাগ, চৌধুরীপাড়া, বউবাজারে অভিযান পরিচালনা করে উল্লিখিত পাঁচজনকে আটক করে। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট