1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ না.গঞ্জ জেলা বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ মান্নানের বিতর্কিত মন্তব্য: প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছি প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমার কাছে সমান-নয়া ডিসি একট্টা মনোনয়ন বঞ্চিতরা: মান্নানের প্রার্থীতা বাতিলে তারেক রহমানের কাছে চিঠি বন্দরে আওয়ামীলীগের দুই ডেভিল গ্রেপ্তার ফতুল্লায় ফের বাসে আগুন! ত্যাগীদের বহিষ্কারদেশ তুলে নিল বিএনপি

ঢাকার যুব সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আগামী ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেল ৩টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাহেদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম পল বলেন, “নারায়ণগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক স্থান। এখান থেকেই বহু আন্দোলনের সূচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভাগীয় যুব সমাবেশ একটি ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সেই সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে যোগ দিয়ে সফল করবে।”

তিনি আরও বলেন, “আজকের এই প্রস্তুতিমূলক সভা প্রমাণ করে, আমরা প্রস্তুত। নির্ধারিত দিনে দুপুর ২টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাবো এবং তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য থেকে আগামী আন্দোলনের প্রেরণা নিয়ে ফিরে আসবো।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল।

সভায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট