1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচিতে চার ট্রাক ব্যানার-ফেস্টুন অপসারণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

আজকের অভিযানে চাষাড়া ডাক বাংলোর মোড় থেকে শুরু করে জামতলা, অক্টোবর অফিস, আদর্শ স্কুল, জাতীয় ঈদগাহ, গভ: গার্লস, মাসদাইর কবরস্থান, গাবতলী ও পুলিশ লাইন্স পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপন করা প্রায় ৪ ট্রাক ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও সবুজ নগরী নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের অবৈধ দখলদারিত্ব রোধ, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট