1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বক্তাবলীতে শ্রমিক দলের অফিস ভাঙচুরের ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাঙচুর ও এক নেতাকে মারধরের ঘটনায় রশিদ মেম্বারকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শ্রমিক দল নেতা মাসুম শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলা করেন।

শ্রমিক দল নেতা মাসুম শেখের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা মাসুম শেখ ও তার লোকজনকে হুমকি দিয়ে আসছিলেন বক্তাবলী ইউনিয়নের মেম্বার রশিদ ও তার সহযোগীরা।

৩১ ডিসেম্বর সকালে রশিদ মেম্বারের নির্দেশে তার বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বক্তাবলী ঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিসে এসে মাসুম শেখকে মারধর করে। প্রতিবাদ করতে গেলে তারা অফিসে ভাঙচুর চালায়। এ সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি এবং জেলার নেতাদের ছবি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট