1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে দিনার যত অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে পুলিশের নির্মম নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদবিরোধী তৃণমূল মঞ্চ’-এর ব্যানারে অপসারিত সিটি ও পৌর কাউন্সিলরদের একাংশের গণসমাবেশে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল বলেও এসময় তিনি অভিযোগ করেন।

আয়েশা আক্তার দিনা বলেন, ‘আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি। তারপরও জনগণকে সেবা দেওয়ার জন্য নিজের ভিটা-বাড়ি বিক্রি করে বারবার নির্বাচন করেছি। আমি যেখানে কাউন্সিলর হয়েছি, সেখানে আন্তর্জাতিক গডফাদার শামীম ওসমানের বসবাস ছিল। সেখানে শামীম ওসমানের প্রার্থীকে বারবার হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। আমার জনপ্রিয়তার জন্য বারবার আমাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমি বলেছি, ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না।

তিনি অভিযোগ করে বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় শামীম ওসমানের নির্দেশে আমার ওপর পুলিশ নির্মম নির্যাতন করেছিল। সেই নির্যাতনে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। এরপরও মামলা-নির্যাতন সহ্য করেছি। ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সব সময় লড়ে গিয়েছি। মানুষের সেবা করেছি। আমরা ছিলাম বলেই জনগণ সাহস পেয়েছিল, প্রতিবাদ করতে পেরেছিল।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট