1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

বন্দরে হানিফ পরিবহন থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে যাত্রীবাহী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-১। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাঙ্গামাটিয়া এলাকার শুক্কুর মিয়ার ছেলে রাসল (২৩) এবং ঢাকা জেলার সাভার থানার যাদুরপুর এলাকার সাফায়েত সরদারের ছেলে শাহিন সরদার (৪৫)।

র‍্যাব-১১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিন বাদী হয়ে গত রোববার (২২ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।

র‍্যাব জানায়, গত রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপরে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা যায়, র‍্যাব-১১ সিপিসি-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কুমিল্লা থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২৫২০) একটি বিশাল মাদক চালান নিয়ে ঢাকায় রওনা হচ্ছে। র‍্যাব তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বাসটি তল্লাশী করে মাদকদ্রব্য উদ্ধার এবং ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট