1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

বন্দরে সোহান হত্যা মামলার আসামি নাজমুল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে হোসিয়ারি শ্রমিক সোহান হত্যা মামলার এজহারভূক্ত আসামি নাজমুল ইসলাম (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি নাজমুল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বলাইকাঠী এলাকার সবুজ মিয়ার ছেলে।

এর আগে, ১৫ অক্টোবর (মঙ্গলবার) নিহত সোহানের মা আকলিমা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(১০)২৪| মামলায় তিনি অভিযোগ করেন, ১৩ অক্টোবর রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় সোহান হত্যাকান্ডের ঘটনা ঘটে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, সোহান হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রোহান (২৩) কে আগেই রিমান্ডে নেয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় আসামি নাজমুলকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পর্কে জানতে আসামি নাজমুলকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট