1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে গ্যাস সংকট সমাধানে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) সকালে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ কারীদের হাতে ‘গ্যাস নিয়ে কারচুপি চলবেনা চলবেনা’, ‘গ্যাস লাইনে গ্যাস নাই, আমরা সবাই গ্যাস চাই’, ‘গ্যাস দাও বিল নাও, গ্যাস নাই বিল নাই’সহ বিভিন্ন ধরণের প্লেকার্ড দেখা যায়।

দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিসি ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, মাহবুব আলম, শফিউল্লাহ সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে এলাকায় গ্যাস সংকটের কারণে খাবার না খেয়ে কর্মস্থল ও বাচ্চাদের স্কুল-কলেজে যেতে হচ্ছে না। সময়মত বিল দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। লাকড়ি ও সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এতে মধ্য ও নিম্নবিত্তরা ভোগান্তিতে পড়েছে। পূর্বের বকেয়া বিল মওকুফ করা দাবি জানান। দ্রুত সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এক ভুক্তভোগী নারী বলেন, মাদ্রাসা বা স্কুলে বাচ্চাকে পাঠানোর আগে নাস্তাটাও খাওয়াতে পারছি না। গ্যাস নেই, বাধ্য হয়ে বাইরে অস্বাস্থ্যকর খাবার কিনে দিতে হয়। দুটা পরেটা, এক গ্লাস দুধ গরম করে দেয়ার জন্য লাড়কি ধরানো সম্ভব না। আমাদের কাছাকাছি অঞ্চলেও এলপি গ্যাসের জোগাড় নাই। এর উপর একটা সিলিন্ডার পনেরশ করে রাখা হয় যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট