1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বন্দরে পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের গকুল ডিকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বন্দরে একটি পূজা মন্ডপে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ও পরিদর্শনে এসেছেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি গকুল ডিকে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় বন্দর উপজেলা ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় র‍্যালী লেজার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দিরে আসেন তিনি। এ সময় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নয়ন সাহা’র সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গকুল ডিকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দন চন্দ্র পাল, সিইও, ইউরো বাংলা আইটি লিমিটেড, প্রবির মিত্র, প্রভাষক, সরকারি তুলারাম কলেজ, স্মৃতি পাল, অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোট প্রমূখ।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পূজা মন্ডপের সভাপতি শিবু দাস উক্ত স্থানে স্থায়ী মন্ডপ স্থাপনের জন্য ভারতীয় হাইকমিশনারের নিকট আবেদন করেন। পরবর্তীতে প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত এলাকায় একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট