1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডিসি অফিস এলাকায় সংঘর্ষ, গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়েছে বলে জানান আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র জনতা সেখানে হামলার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে বেলা ১১টার পর সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা।

তারা ডিসি অফিস ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে এক দফার পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জেলা আদালত প্রাঙ্গণ এলাকায় ছাত্র-জনতা প্রবেশ করে স্লোগান দেয় এবং ডিসি অফিসে প্রবেশের চেষ্টা চালায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জন গুলিতে আহত হয়েছেন।

পুলিশের গুলির পর ছাত্র-জনতা জেলা আদালত প্রাঙ্গণের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দুই দিকে অবস্থান নেয়। পুলিশও সেখানে অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে জানা গেছে।

আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়েছে আমরা শব্দ পেয়েছি। অন্তত ১০ জনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট