1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

কাঁচপুরে যুবলীগ কার্যালয়ে আগুন, পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ছাড়া পরিত্যক্ত পুলিশ ফাঁড়ি, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁনের সিএনজি স্টেশন ও মহাসড়কের কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) দুপুরে এক দফা দাবিতে কাঁচপুর এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন একটি গ্রুপ অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।

এ বিষয়ে জানতে একাধিকবার সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাদের ঠেকাতে মাঠে নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট