1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ-গণমিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে শহরজুড়ে বিক্ষোভ ও গণমিছিল করছেন হাজার হাজার শিক্ষার্থী।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিভিন্ন এলাকা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মিছিল নিয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা।

সাড়ে ১১টার মধ্যে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি চাষাঢ়া চত্বরে ভরে যায়।
এদিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন।

বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি গণমিছিলও করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জাহিদ বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরবো না। আমাদের ভাইদের গতকালও হত্যা করা হয়েছে।

এর শেষ আমরা দেখবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট