1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বন্দরে চুন ফ্যাক্টুরীর হভার থেকে পাথর পড়ে  শ্রমিক নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরের কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স  কেমিক্যাল চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মেশিন অপারেটরের নাম আব্দুল আজিজ(৫৫)। রোববার দুপুরে ফ্যাক্টরীর ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের  মৃত চাঁন মিয়ার ছেলে।

দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাক্টরীর ভেতরে দুর্ঘটনায় গুরুতর আহত হলে  মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  পরবর্তীতে ফ্যাক্টরী কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে  বন্দর থানার পুলিশ ৯৯৯ কল পেয়ে  বিকালে  ওই বাড়িতে  উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধায় লাশ দাফন করা হয়েছে। 

জানাগেছে,  উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি  এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। প্রতিদিনের ন্যায়  রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন।  এসময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের  উপর থেকে পাথর পড়ে মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে ফ্যাক্টরীর কর্তৃপক্ষ নিহতের লাশ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে পুলিশ অবগত করলে ঘটনাস্থলে বন্দর থানার পুলিশ উপস্থিত হন। পারিবারিক ভাবে এঘটনায় আপত্তি,  অভিযোগ  না থাকায় মাগরিব বাদ লাশ দাফন করা হয়েছে।  এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট