1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

বন্দরে কিশোর গ্যাং’র সংঘর্ষ দেখতে গিয়ে নিখোঁজ হন কিশোরী সাথী,মরদেহ পাওয়া যায় সমরক্ষেত্র’র পাশে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ-মদনপুর হাইওয়ে রাস্তা সংলগ্ন সমরক্ষেত্র’র পাশে গত ২১ জুন উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মৃতদেহের সন্ধান মিলেছে। মৃতদেহটি নিখোঁজ হওয়া সাথী (১৩)। গত ১৯ জুন তিনি নিখোঁজ হন। তার বাড়ি বন্দর ২২ নং ওয়ার্ডের বাড়ইপাড়া এলাকায়। নিহত সাথীর মরদেহটি চিহ্নিত করেছেন নিহতের বাবা সাত্তার মিয়া। 

প্রসঙ্গত গত বুধবার ১৯ জুন সন্ধ্যার পর বন্দর শাহী মসজিদ মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০টি দোকান ও ৪/৫ টি বাড়িঘরের জানালা ও গেট ভাংচুর করা হয়। এ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। 

এই মারামারি চলাকালীন সময়ে ঘটনাস্থলে বাড়ি থেকে বের হয়ে দেখতে যান সাথী, এরপর আর বাসায় ফিরে আসেনি এমন বক্তব্য দেন প্রতিবেদকের কাছে সাথীর মা রুকুমনি। তিনি আরও জানান, নিহত সাথী (১৩) ৮ ভাই বোনের মধ্যে ৭ম। সাথী মেয়ে হলেও ছোটবেলা থেকে ছেলেদের মতই গেঞ্জি,শার্ট-প্যান্ট পড়ে চলাফেরা করতো। ঘুরাঘুরি ও খেলাধুলাও করতো ছেলে বন্ধুদের সাথেই।। 

সাথীর লাশ উদ্ধারকে কেন্দ্র করে সন্দেহ ভাজন একজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। 

আটক ব্যাক্তি পেশায় একজন রিক্সাচালক। 

এদিকে এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি৷ এ বিষয়ে তদন্তকারী বন্দর থানা পুলিশ কর্মকর্তা অভিজিৎ দাস প্রতিবেদককে জানান,লাশের সুরতহাল প্রস্তুত করে মামলা দায়ের করা হবে৷ লাশের মধ্যে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে সঠিক বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট