1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বন্দর থানা মাধ্যমিক শিক্ষক সংগঠন ‘এর যাত্রা শুরু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ২১ শে জুন ২০২৪ ইং বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদি এলাকায় কাজমী রেস্টুরেন্টে বন্দর থানার বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষকরা এক মিলন মেলায় পরিনত হয়েছে  ।এ সময় সকলের সম্মতিক্রমে এক সভার মাধ্যমে  সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সেই কমিটির সদস্য সহ অন্যান্য শিক্ষকদের মতামতে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। সভায় সদস্য সংগ্রহ, চাঁদা নির্ধারণ, ফরম তৈরি করে সরবরাহ করা, রেজুলেশন তৈরি করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মো: দোলায়ার হোসেন (লক্ষ্মণখোলা) এর প্রস্তাবনায় এবং সকল উপস্থিত শিক্ষকদের সমর্থনে মোহাম্মদ দিদার হোসেন (আলহাজ্ব খোরসেদুন্নেছা) কে সভাপতি নির্বাচন করা হয়েছে। 


অন্যান্য সদস্যরা হলেন, 

সহ সভাপতি 

১/মো:মাকসুদ মোল্লা (বি এম)

২/মো: দেলোয়ার হোসেন (লক্ষ্মণখোলা)

৩/সাইফুল ইসলাম বারি(মিরকুন্ডি) 

সাধারণ সম্পাদক 

মাসুদুর রহমান (কলাগাছিয়া) 

যুগ্ন সাধারণ সম্পাদক 

১/নাসির উদ্দিন (হাজী ইব্রাহিম) 

২/হুমায়ুন কবির (পিয়ার সাত্তার) 

সাংগঠনিক সম্পাদক :

নাফিজ ইমতিয়াজ (শামসুজ্জোহা) 

সহ সাংগঠনিক সম্পাদক :

১/মীর আক্তার হোসেন (সিকদার মালেক) 

২/হুমায়ুন কবির (মদনপুর রহমানিয়া)

কোষাধ্যক্ষ :

মো: ইসলাম মিয়া (বন্দর গার্লস) 

প্রচার সম্পাদক :

সোহেল মোল্লা (নাসিম ওসমান)

কার্যকরী সদস্য :১/ মো:আব্দুল হালিম(হাজী সিরাজ উদ্দিন) 

২/ আতিকুর রহমান( কলাগাছিয়া)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট