1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

টাকার লেনদেনের জেড়েই রায়হান হত্যা: পিবিআই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের উপর থেকে উদ্ধার আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, টাকা লেনদেনের জেরে ৩৫ বছর বয়সী আবু রায়হানকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিবিআই’র নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে মো. ইয়াছিন নামে একজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।

গ্রেপ্তার ইয়াছিন (২৭) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু ছালেকের ছেলে।

গত ১২ জানুয়ারি সকালে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের পাশ থেকে কিশোরগঞ্জের ত্রিশালের বীরামপুরের মনির উদ্দিনের আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের ভাই লাল মিয়া হত্যা মামলা করলে সেটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

এসপি মোস্তফা কামাল রাশেদ বলেন, পিবিআই তদন্তে এটিকে টাকা লেনদেনের জেরে পরিকল্পিত হত্যা এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, আবু রায়হান রিপনের সাথে টাকা পয়সার লেনদেন সংক্রান্তে বিরোধের জের ধরে ১২ জানুয়ারি রাতে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় ইয়াছিন। পরে তাকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য রুপগঞ্জ থেকে কালীগঞ্জগামী হাইওয়ে রাস্তার উপর লাশ ফেলে রাখে চলে যায়।”

নিহত আবু রায়হান রিপন গাজীপুরের বাসন এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট