1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

১৬ দেশের অংশগ্রহণে রূপগঞ্জে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘প্ল্যানেট ল্যাংলিট-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এতে বিশ্বের ১৬টি দেশের গবেষকরা অংশগ্রহণ করবেন।

আগামী ১৫ ও ১৬ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শহিদুল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

ড. মো. শামীম মন্ডল জানান, সম্মেলনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে প্রায় ৪০০টি গবেষণা প্রবন্ধ সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এসব গবেষণা থেকে চারটি নির্বাচিত প্রবন্ধ বিশ্বখ্যাত ইনডেক্সড আন্তর্জাতিক জার্নাল ও প্রকাশনায় প্রকাশের সুযোগ পাবে।

তিনি বলেন, এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশগ্রহণকারী গবেষকদের গবেষণা চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে প্রকাশের সুযোগ থাকবে।

সম্মেলনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা, অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি, বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা এই সম্মেলনে অংশ নেবেন। উপস্থাপিত গবেষণাগুলো ২০২৬ সালের জুন মাসের মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে।

সম্মেলনের মাধ্যমে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ ও সামাজিক বিজ্ঞানের নানা বৈশ্বিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানান আয়োজকরা।

১৫ জানুয়ারি সকাল ৯টায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের পর্দা নামবে।

সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান ভাষাবিদ, গবেষক ও গুণীজনেরা অংশগ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট