1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্দ্যোগে এবং স্বর্গীয় তুলসী সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ৯ জানুয়ারী (শুক্রবার) সকাল ১১টায় ভুইয়াবাগস্থ শ্রী শ্রী গৌর নিতাই জিউর মন্দির প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও স্বর্গীয় তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি মল্লিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো.মনির হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শ্রী সুমন কুমার রায়, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )ও স্থানীয় কমিটির সদস্য শ্রী প্রানতোষ তালুকদার। আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সভাপতি মনির কর্মকার, শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার উপদেষ্টা ভজন মন্ডল,জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জনি ভৌমিক, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক অবিরাম সুত্রধর,সি.সহ-সভাপতি উত্তম কুমার সুত্রধর,সহ-সভাপতি উত্তম কুমার দাস,বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিৎ রায় খোকন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো.মনির হোসেন খান বলেন, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের আয়োজনটি খুবই ভাল লেগেছে। বাংলাদেশ সনাতন পার্টির এ আয়োজনটি আমাদের সবার মাঝে উৎসাহ হিসেবে কাজ করবে। দেশের হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসাটা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব। সনাতন পার্টির প্রতিটি অনুষ্ঠানে আমাকে ডাকলে আমি অবশ্যই উপস্থিত থাকবো। আমি সনাতন পার্টির মঙ্গল কামনা করছি যেন তারা দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারে।

বিশেষ অতিথি বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, আমি সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির সভাপতি টনি মল্লিকের প্রতি যথেষ্ট আস্থাশীল। তিনি এ দলে যুক্ত হওয়ার পর থেকেই প্রতিটি সনাতন মানুষের পাশে নির্ভিকভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে টনি মল্লিক দেশ-বিদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করে বাংলাদেশ সনাতন পার্টির প্রচার ও প্রসারে ব্যাপক ভুমিকা রাখছেন। টনি মল্লিক ও বাংলাদেশ সনাতন পার্টি আজ দেশে নয় বিদেশেও ব্যাপক প্রসারিত হয়েছে।

সনাতন সম্প্রদায়ের প্রতি তিনি বলেন,আপনাদের যেকোন আইনী ঝামেলা কিংবা সমস্যা হোক না কেন আমাকে জানাবেন আমি দলের প্রতিটি নেতাদের সাথে নিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবো। আজ এখানে যে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে তা আপনারা সবাই সুশৃংখলভাবে নিয়ে যাবেন। এবং সনাতন পার্টির কল্যানে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এটাই আমার এবং আমাদের কামনা।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও স্বর্গীয় তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি মল্লিক বলেন, শুধু এখানেই নয় নারায়ণগঞ্জের ৭টি থানা এলাকাতে শীতবস্ত্র বিতরন করা হবে সনাতন পার্টিও পক্ষ থেকে। আজ শ্রী শ্রী গৌর নিতাই জিউর মন্দির প্রাঙ্গন থেকে এর যাত্রা শুরু করলাম। প্রায় ১৩ হাজার শীতবস্ত্র বিতরন করা হবে জেলা জুড়ে। আপনারা আমার এবং আমার দলের জন্য আর্শীবাদ করবেন যেন সবসময় আপনাদের পাশে থেকে সহযোগতার হাত বাড়িয়ে দিতে পারি।

আলোচনা সভা শেষে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট