
যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আজহারুল ইসলাম মান্নান তার সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা। তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা।
স্থাবর সম্পদের হিসাবে তার মালিকানায় রয়েছে ১২৫৯ দশমিক ৬২ শতাংশ অ-কৃষিজমি, যার মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। এ ছাড়া, ৭ ও ৩তলা বিশিষ্ট দুটি আবাসিক ভবনের বাজারমূল্য দেখানো হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার মালিকানায় রয়েছে দুটি মোটরযান, যার মূল্য ৫ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা। পাশাপাশি তার নামে দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। ব্যাংকে জমা অর্থ রয়েছে ৫২ হাজার ৬৮০ টাকা। হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায় নেই।
রিটার্নিং কর্মকর্তা জানান, আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।