1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কায় মামুনুল হক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা ও প্রশাসনের লোকজনের আচরণ সন্তোষজনক না হওয়ায় ইসলামী দলগুলো ন্যায্যতা নিয়ে শঙ্কিত বলেও জানান তিনি।

রবিবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি এসব কথা তুলে ধরেন।

মামুনুল হক বলেন, ‘বিগত নির্বাচনগুলোর কোনো গ্রহণযোগ্যতা না থাকায় জনগণ এবারের নির্বাচনে আগ্রহ নিয়ে উৎসবমুখর পরিবেশ পেতে মুখিয়ে আছে। নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করলেও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এখনো আপত্তি রয়েছে বলেও তিনি জানান।’

সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের সমঝোতায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে জানিয়ে মামুনুল হক বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট নয়, আসন সমঝোতার মাধ্যমে এগোচ্ছে। দেশের স্বার্থে ইসলামী দলগুলো একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছে। জামায়াত-এনসিপিসহ ১১টি দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে তারা নির্বাচনে অংশ নেবেন।’

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় ছিল, নির্বাচনে প্রশাসনের লোকজন তাদের পক্ষপাতিত্বে চলে যেত। বিগত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা প্রশাসনকে দলীয়করণ করায় দেশ ও ইসলামী শক্তিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতেন বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ দাওয়াতুল কোরআন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট