
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ১৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী দুই প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ঋণ খেলাপীসহ নানা অভিযোগে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ‘কিং মেকারা’ নামে পরিচিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মনোনয়নপত্র তিতাসের বকেয়া বিলের কারণে স্থগিত রাখা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এ সময় মনোনয়নপত্র দাখিল করা সকল প্রার্থীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (বিএনপি জোট) প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত) শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত) সাবেক এমপি গিয়াস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী আনোয়ার হোসেন, খেলাফত মজলিস প্রার্থী ইলিয়াস আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ইসমাইল হোসেন, সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী সেলিম মাহমুদ এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রার্থী সুলাইমান দেওয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে, জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার ফোরামের প্রার্থী আরিফ ভুইয়া, কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন, সুপ্রীম পার্টির প্রার্থী সেলিম আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনিরের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মনোনয়নপত্র স্থগিত রাখার বিষয়ে বিকাল ৪টায় সিদ্ধান্ত জানাবেন জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির।