1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শান্তি কামনায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের প্রার্থনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার সদ্গতি কামনার পাশাপাশি দেশের শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের কল্যাণে প্রার্থনা করা হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। প্রার্থনা শেষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ-সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট