1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বেগম খালেদাজিয়ার মৃত্যুতে জেলা সনাতন পাটি (BSP) নেতৃবৃন্দের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সনাতন পাটি (BSP) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সনাতন পাটি (BSP) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিটন দাস টনি এক শোকবার্তায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার এক অনন্য ও অবিচ্ছেদ্য নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন মনোভাব ও দীর্ঘ সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

শোকবার্তায় টনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল। তার সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো—যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বেগম খালেদা জিয়ার আদর্শ, রাজনৈতিক দর্শন ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।

শোকবার্তায় টনিসহ সনাতন পার্টির সকল নেতৃবৃন্দ সৃষ্টিকর্তার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট