1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না.গঞ্জ ঐক্য পরিষদ আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার এবারের নির্বাচন প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে-অতিরিক্ত সচিব দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন সোনারগাঁয়ে ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩ আমাকে আপনাদের গোলাম হিসেবে দেখবেন-কালাম চব্বিশের গণঅভ্যুত্থানের পর বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে-রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরীর কারখানার সন্ধান, আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এ অভিযান শুরু হয়, যা চলমান রয়েছে।

আটকরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) এবং একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন এবং ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের কয়েক কোটি টাকার স্ট্যাম্প জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি যে ভবনে পরিচালিত হচ্ছিল তার মালিক ছিলেন মৃত এমাদ হাজী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, গোপন সংবাদের মাধ্যমে কারখানার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “এখানে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট