1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নারায়নগঞ্জ-৪: আসন ছাড়লো বিএনপি জোটপ্রার্থী কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে এবার কোনো প্রার্থী দিচ্ছে না বিএনপি। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জমিয়তের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিএনপি চারটি আসনে প্রার্থী দেবে না। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ অন্যতম।

মির্জা ফখরুল বলেন, জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা জোরালো হচ্ছে। ইতোমধ্যে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও মোহাম্মদ শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্থানীয় বিএনপির একটি অংশ জমিয়ত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে নির্বাচনী মাঠে কাসেমীর অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

২০১৮ সালের নির্বাচনে জোট প্রার্থী হলেও মুফতি মনির হোসাইন কাসেমী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে এবারের নির্বাচনে তাকে নিজ দলের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে করে ভোটের সমীকরণ তার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বা শাহ আলম—এই দুইজনের মধ্যে যদি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকেন, তবে তিনি শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

এছাড়া জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী দাড়িপাল্লা প্রতীকে মাওলানা আব্দুল জব্বার এই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয়ভাবে ধানের শীষ প্রত্যাশী হিসেবে প্রচার চালানো মাসুকুল ইসলাম রাজীব, মশিউর রহমান রনি ও গিয়াসউদ্দিনের সমর্থকদের ভোট কোন দিকে যাবে—সেটির ওপরই অনেকাংশে নির্ভর করবে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী ফলাফল।

সব মিলিয়ে বিএনপির প্রার্থী না থাকা, জোট প্রার্থীকে ঘিরে অভ্যন্তরীণ দ্বিমত এবং স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাব্য অংশগ্রহণ নারায়ণগঞ্জ-৪ আসনকে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ও অনিশ্চিত আসনগুলোর একটি করে তুলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট