
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আব্দুল হাই রূপগঞ্জ উপজেলার বরালো এলাকার আব্দুর রউফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আব্দুল হাই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানিয়েছেন, সোমবার (২২ ডিসেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল হাই দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক দখল, ভুয়া দলিল ও ওয়ারিশ সৃষ্টি করে জমি বিক্রি, কোটি কোটি টাকা হাতানোসহ নানান অপকর্মে লিপ্ত ছিলেন। তার সহযোগী হিসেবে ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন।