
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শীর্ষ তিন নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে নেতাকর্মীদের কাছে হাসির খোরাকে পরিনত হয়েছেন। তাদের বিতর্কিত কর্মকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীরা। বিএনপির এই তিন নেতা পাড়লে যেনো মান্নানের পকেটে ঢুকে যান এমন দশা। ১৬ ডিসেম্বর সোনারগাঁয়ে মহান বিজয় দিবসের বিজয় র্যালীতেও দেখা গেছে এমন দৃশ্য।
এই তিন জন নেতার মধ্যে সবচেয়ে বেশি প্রতিবন্ধির মত আচরণ করছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। একই ধাচের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। বিএনপির প্রার্থী সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান যেখানেই যান সেখানেই এই তিনজন মান্নানের পাঞ্জাবীর দুই পাশে আটকে বেধে থাকেন। বিভিন্ন মিটিং মিছিলে আতাউর রহমান মাঝে সাঝে দূরে সরে থাকলেও টিটু ও মোশারফ যেনো মান্নানের দুই কাধে দুজন বসে থাকতে চান। কখনো কখনো টিটু মান্নানের সামনে এগিয়ে মিছিলের নেতৃত্ব দিতে চান। যা দেখা গেলো বিজয় র্যালীতেও।
বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে ও মিছিলে তারা মান্নানের দুইপাশে চেপে থাকে বলে বিভিন্ন কর্মসূচিতে আসতে নারাজ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমী। সভা সমাবেশ কিংবা মিছিল মিটিংয়ে টিটু ও মোশারফ যেনো মান্নানের সাথে লেগে থাকতেই হবে। তাদের এসব কর্মকাণ্ড স্থানীয় নেতাকর্মীদের মাঝে হাসির খোরাকে পরিনত হলেও তাদের যেনো লজ্জা শরম নেই।
ওদিকে খোঁজ নিয়ে জানাগেছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মিটিং মিছিলেও এমন কর্মকাণ্ড করেছেন এই তিন নেতা। সিদ্ধিরগঞ্জের হাজার হাজার নেতাকর্মীরা মান্নানকে নিয়ে মিছিল ও গণসংযোগে বের হলে একই কাজ করেছেন টিটু ও মোশারফ। মান্নান অটোতে করে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হলে সেখানেও তারা মান্নানের দুইপাশ থেকে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মান্নানের দুইপাশে দাঁড়িয়ে থাকেন। টিটু ও মোশারফ হোসেনের এসব কর্মকাণ্ড নিয়ে সিদ্ধিগঞ্জের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ। যে কোনো দিন টিটু ও মোশারফ সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিতও হতে পারেন বলে অনেকেই জানিয়েছেন।