1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতেই আমাদের প্রচেষ্টা-এসপি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ ত্রয়োদশ সাংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরন নারায়ণগঞ্জে বহিরাগতদের নিয়ন্ত্রনে বিএনপির কতৃত্ব! বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা! জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা শপিং করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যে স্ত্রীর ‘আত্মহত্যা’

বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শীর্ষ তিন নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে নেতাকর্মীদের কাছে হাসির খোরাকে পরিনত হয়েছেন। তাদের বিতর্কিত কর্মকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীরা। বিএনপির এই তিন নেতা পাড়লে যেনো মান্নানের পকেটে ঢুকে যান এমন দশা। ১৬ ডিসেম্বর সোনারগাঁয়ে মহান বিজয় দিবসের বিজয় র্যালীতেও দেখা গেছে এমন দৃশ্য।

এই তিন জন নেতার মধ্যে সবচেয়ে বেশি প্রতিবন্ধির মত আচরণ করছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। একই ধাচের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। বিএনপির প্রার্থী সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান যেখানেই যান সেখানেই এই তিনজন মান্নানের পাঞ্জাবীর দুই পাশে আটকে বেধে থাকেন। বিভিন্ন মিটিং মিছিলে আতাউর রহমান মাঝে সাঝে দূরে সরে থাকলেও টিটু ও মোশারফ যেনো মান্নানের দুই কাধে দুজন বসে থাকতে চান। কখনো কখনো টিটু মান্নানের সামনে এগিয়ে মিছিলের নেতৃত্ব দিতে চান। যা দেখা গেলো বিজয় র্যালীতেও।

বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে ও মিছিলে তারা মান্নানের দুইপাশে চেপে থাকে বলে বিভিন্ন কর্মসূচিতে আসতে নারাজ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমী। সভা সমাবেশ কিংবা মিছিল মিটিংয়ে টিটু ও মোশারফ যেনো মান্নানের সাথে লেগে থাকতেই হবে। তাদের এসব কর্মকাণ্ড স্থানীয় নেতাকর্মীদের মাঝে হাসির খোরাকে পরিনত হলেও তাদের যেনো লজ্জা শরম নেই।

ওদিকে খোঁজ নিয়ে জানাগেছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মিটিং মিছিলেও এমন কর্মকাণ্ড করেছেন এই তিন নেতা। সিদ্ধিরগঞ্জের হাজার হাজার নেতাকর্মীরা মান্নানকে নিয়ে মিছিল ও গণসংযোগে বের হলে একই কাজ করেছেন টিটু ও মোশারফ। মান্নান অটোতে করে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হলে সেখানেও তারা মান্নানের দুইপাশ থেকে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মান্নানের দুইপাশে দাঁড়িয়ে থাকেন। টিটু ও মোশারফ হোসেনের এসব কর্মকাণ্ড নিয়ে সিদ্ধিগঞ্জের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ। যে কোনো দিন টিটু ও মোশারফ সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিতও হতে পারেন বলে অনেকেই জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট