1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে প্রাণ গেল সহোদরের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতেই আমাদের প্রচেষ্টা-এসপি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ ত্রয়োদশ সাংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরন নারায়ণগঞ্জে বহিরাগতদের নিয়ন্ত্রনে বিএনপির কতৃত্ব! বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা!

বন্দরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে প্রাণ গেল সহোদরের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফুফুর বাড়িতে বেড়াতে এসে আনন্দের মুহূর্তই শেষ পর্যন্ত পরিণত হলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আপন দুই ভাই—আশিক (১২) ও আরিয়ান (১০)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গোবিন্দকুল এলাকার ইটখোলা পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু রাজধানী ঢাকার হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পরিবারের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে আশিক ও আরিয়ান। বিকেলে অন্য শিশুদের সঙ্গে ব্যাটমিন্টন খেলতে গিয়ে শরীরে বালু লাগায় তারা পাশের পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়।

নিহতদের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে সন্দেহ হলে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ৮টার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে গোটা এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। চোখের সামনে খেলতে থাকা দুই ভাইয়ের এমন করুণ পরিণতি কেউই মেনে নিতে পারছে না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আজ বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল একটি পরিবারের দুই শিশুসন্তানকে। আনন্দের সফর রূপ নিল আজীবনের শোকে—যা শুধু একটি পরিবার নয়, কাঁদাচ্ছে পুরো সমাজকেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট